১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ কলেজছাত্র নিহত

- প্রতীকী ছবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলআরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার দুপচাঁচিয়া জে কে কলেজের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম (২০) এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম (২১)। এরা দু’জনেই কলেজ শিক্ষার্থী এবং একে অপরের বন্ধু।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যান সাদিকুল এবং মোসাদ্দেকুল। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জে কে কলেজের সামনে একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement