কাহালুতে বাসের চাপায় নারীসহ নিহত ২
- বগুড়া অফিস ও কাহালু সংবাদদাতা
- ২৩ জুন ২০২৪, ১৮:৫১
বগুড়ার কাহালু উপজেলায় বাসের চাপায় রত্না বেগম (৩৫) ও সৈকত আহমেদ টুনু (২২) নামে দুইজন নিহত হয়েছেন।
রোববার (২৩ জুন) সকালে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রত্না বেগম বগুড়া গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী ও কাহালু উপজেলার লোহাজাল গ্রামের ওয়াজেদ আলী মেয়ে এবং সৈকত আহমেদ টুনু কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ভোরে রত্না তার এক আত্মীয়কে বিদায় দিতে এবং মিঠু দুধ বিক্রয়ের জন্য দুপচাঁচিয়া যাওয়ার জন্য ফুটপাতে অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁগামী শ্যামলী পরিবহনের একটি নাইট কোচ বিবির পুকুর বাসষ্ট্যান্ড এলাকার মুরগী হাটির কাছে সড়কের পার্শ্বে ফুটপাতে তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই রত্নার মৃত্যু হয় এবং মিঠুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন জানান, এ ব্যাপারে কেউ মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা