১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈশ্বরদীতে ছাত্রাবাস থেকে কিশোরের অর্ধগলিত খণ্ডিতলাশ উদ্ধার

ঈশ্বরদীতে ছাত্রাবাস থেকে কিশোরের অর্ধগলিত খণ্ডিতলাশ উদ্ধার - ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীর এক ছাত্রাবাস থেকে তপু হোসেন (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ মে) বিকেল শহরের মশুরিয়াপাড়ার অরণ্য ছাত্রাবাসের ৩০৫ নম্বর কক্ষে একটি টিনের ট্রাঙ্ক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।

তপু মশুরিয়াপাড়া এলাকার কাশেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে (কারখানায়) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।

আটককৃতরা হলেন মশুরিয়াপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৬) ও মো: মনিরুজ্জামান (২২)।

তপুর স্বজনরা জানান, ঈদের দুই দিন আগে গত ১৫ জুন তপু নিখোঁজ হয়। এরপর তার মোবাইল থেকে তপুর বাবা কাশেম হোসেনকে ফোন দিয়ে জানানো হয় তপুকে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেয়া হবে। বাবা কাশেম হোসেন ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশে টাকা পাঠিয়ে দেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার বিকেল ৩টার দিকে কয়েকজন ছাত্র ঈদ শেষে ছাত্রাবাসে ফিরে আসে। পরে তারা ৩০৫ নম্বর কক্ষের সামনে গেলে একটি ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বের হয়। এ সময় তারা ছাত্রাবাসের মালিক টিপু হোসনকে ডেকে আনেন। ছাত্রাবাসের মালিক টিপু তৎক্ষনাৎ থানায় খবর দিলে পুলিশ ট্রাঙ্কের ভেতর থেকে তপু হোসেনের লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের মশুড়িপাড়ায় এক ছাত্রাবাস থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার মুল রহস্য এখনো জানা যায়নি।

তিনি জানান, হয়তোবা মাদক সংক্রান্ত হতে পারে। পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ বিষয়ে পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ছাত্রবাসের ট্রাঙ্ক থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।


আরো সংবাদ



premium cement
সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান

সকল