১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রায়গঞ্জে দাদপুর সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে ঈদ পূর্ণমিলনী

- ছবি : নয়া দিগন্ত

দীর্ঘ ২০ বছর পর বন্ধুদের একসাথে পেয়ে তরুণ্য ফিরে পেয়েছেন এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা। বুধবার (১৯ জুন) সকালে বিদ্যালয় চত্বরে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপিত হলো সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দাদপুর সাহেবগঞ্জ দি-মুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের ঈদ পূর্ণমিলনী ও শিক্ষক সম্মাননা, বন্ধুদের স্মৃতিচারণ, র‌্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দুপুরে দাদপুর সাহেবগঞ্জ দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে চত্বরে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে ও এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থী শিক্ষানবীশ আইনজীবী আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দাদপুর সাহেবগঞ্জ দ্ধি-মুখী উচ্চবিদ্যালয়ের সভাপতি প্রভাষক আব্দুল বারীক, অবসরপ্রাপ্ত শিক্ষক শাজাহান আলী, আব্দুল লতিফ আকন্দ, ইসমাইল হোসেন, সুবাস চন্দ্র, আলহাজ্ব আবুল হোসেন ভুঁইয়া, শ্যামল চন্দ্র, নয়াদিগন্তের সাংবাদিক সোহেল রানা প্রমুখ। এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় এসএসসি-২০০৪ ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ীক বায়িং হাউজের এমডি নাজমুল হাসানের সার্বিক সহযোগীতায় গন্যমান্য ব্যক্তিবর্গসহ ৮৫ জন উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement