বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
- বগুড়া অফিস ও শিবগঞ্জ সংবাদদাতা
- ১৯ জুন ২০২৪, ২১:৪৮
বগুড়ায় ট্রাকের ধাক্কায় আফসার আলী (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৯ জুন) দুপুর ২টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আফসার আলী বগুড়া সদরের আশোকোলা গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আফসার আলী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পুলিশের একটি পিকআপ দেখে তিনি পেছন দিকে যাওয়ার সময় বগুড়াগামী একটি ট্রাকের ধাক্কায় মহাসড়কে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক রেখে পালিয়ে যান। দুর্ঘটনাস্থল থেকে নিহতের পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।
পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান বলেন, ট্রাকটি হাইওয়ে পুলিশ আটক করে তাদের হেফাজতে নিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা