তাড়াশে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন
- তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ১৯ জুন ২০২৪, ১৫:৪৪
সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী।
বুধবার দুপুরে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, দেবীপুর গ্রামের সোলায়মান প্রামাণিকের ছেলে আলাউদ্দিনের সাথে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী লাবনী আক্তারের সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের জের ধরে বন্ধু আব্দুল মান্নানের ঢাকার বাসায় নিয়ে আলাউদ্দীন একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।
ভুক্তভোগী লাবনী আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বড় বোনের সাথে ঢাকা তিতুমীর কলেজে পড়ার সুবাধে বন্ধুত্বের সম্পর্ক হয়। সেই সম্পর্কের সুবাধে আমাদের বাড়িতে একাধিকবার এসেছে। আমি নবম শ্রেণিতে পড়া অবস্থায় তার সাথে প্রেমের সম্পর্ক হয়। ১৩ বছর যাবৎ প্রেমের সম্পর্কের ফলে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করে। আমি আলাউদ্দিনকে বিয়ের কথা বললে এখন তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। তাই বাধ্য হয়ে অনশন করছি। আমাকে বিয়ে না করলে এখানেই আত্মহত্যা করবো।’
আলাউদ্দিনের মামা হাবিবর রহমানের সাথে কথা বললে তিনি জানান, ‘আমার ভাগ্নের সাথে এই মেয়ের কোনো সম্পর্ক নেই। চক্রান্ত করে আমাদের বাড়িতে এসেছে।’
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরে আলম জানান, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা