নওগাঁয় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু, আহত ৩
- নওগাঁ প্রতিনিধি
- ১৯ জুন ২০২৪, ১৪:০৫
নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় আয়েশা বেগম (৪৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে এবং কমপক্ষে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সকাল সাড়ে ৮টার সময় উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের জলছাত্র মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা মান্দা উপজেলা নাদাইল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে মান্দার ফেরিঘাট থেকে একটি ইজিবাইকে চড়ে ওই বৃদ্ধাসহ কয়েকজন যাত্রী নওগাঁর নওহাটা দিকে যাচ্ছিলেন। পথে ইজিবাইকটি ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বাস ইজিবাইকের পিছনে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে বৃদ্ধ মহিলাসহ কয়েকজন যাত্রী আহত হন। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। পরে আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার নওগাঁ মর্গে পাঠিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা