৫০ হাজার টাকার খাসির চামড়া দাম ১৫ টাকা
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জুন ২০২৪, ২২:০৪
নওগাঁয় কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পেয়ে হতাশা প্রকাশ করেছেন কোরবানিদাতারা। কেউ কেউ চামড়া দিয়েছেন বিনামূল্যে।
সোমবার (১৭ জুন) দুপুর থেকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় চামড়া গুদাম এলাকায় গিয়ে দেখা যায়, মৌসুমি ব্যবসায়ীকে বিভিন্ন জায়গা থেকে রিকশা, ভ্যান ও চার্জারে করে চামড়া নিয়ে এসে বিক্রি করছেন।
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় কোরবানি পশুর লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৭ লাখ। নওগাঁয় কোরবানি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ৩ লাখ ৭৯ হাজার।
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকার মোহাম্মদ আলী সোমবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় খাসির একটা চামড়া বিক্রি করতে এসেছেন।
তিনি বলেন, ‘গত ৫ বছর ধরে ঈদুল আজহার দিন ব্যবসায়ীরা গরিবের হক মেরে খাওয়ার শুরু করেছে। ৫০ হাজার টাকার খাসির চামড়া দাম দিতে চাচ্ছে ১৫ টাকা।’
ঈদুল আজহা এলে বাড়ি বাড়ি ঘুরে চামড়ার টাকা সংগ্রহ করেন শহরের পৌর এলাকার মুক্তির মোড়ের রিকশাচালক করিম দেওয়ান।
তিনি বলেন, যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি দিয়েছে। সকাল থেকে তাদের বাড়িতে যাচ্ছি। গত কয়েক বছর থেকে ১০০ টাকা, ২০০ টাকা পেলেও এবার ৬০ টাকার মতো পেয়েছি।
পার নওগাঁ এলাকার মরিয়ম আক্তার বলেন, ‘প্রতি বছরই মানুষের বাড়ি বাড়ি ঘুরে টাকা সংগ্রহ করি। এইবার যার বাড়িতেই গেছি সবাই বলে চামড়ার দাম কম। তাই, ব্যবসায়ীদের চামড়া বিনামূল্যে দিয়ে দিয়েছে। আমার মতো গরিব মানুষের হকের টাকা মাইরা খাইয়া ঠিক হইতাছে না। গরিবের হক মেরে খাওয়ার বিচার আল্লাহ করবে।’
উকিল পাড়া এলাকার একটি বাড়িতে চারটি খাসি ও একটি গরু কোরবানি করা হয়। কিন্তু দিন গড়িয়ে বিকেল হলেও চামড়ার ক্রেতা পাওয়া যায়নি। পরে স্থানীয় ফড়িয়া ব্যবসায়ী মোনায়েম হোসেনকে ডেকে এনে খাসির চামড়াগুলো দিয়ে দেয়া হয়। তিনি বাজারে গিয়ে চারটি খাসির চামড়া মাত্র ৪০ টাকায় বিক্রি করেন।
মোনায়েম হোসেন বলেন, ‘চারটি খাসির চামড়া মাত্র ৪০ টাকায় বিক্রি করতে পেরেছি। এর বেশি কেউ দিতে চাননি। পরে ওই ৪০ টাকা চামড়ার মালিককে বুঝিয়ে দিয়েছি।’
সরকার দাম নির্ধারণ করে দিলেও আড়তদাররা সেই দাম দিচ্ছেন না। তাই কম মূল্যে চামড়া কিনতে হচ্ছে বলে চামড়া ব্যবসায়ী সমসের আলী বলেন, ‘প্রতি বছর সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রির কথা থাকলেও ট্যানারি মালিকরা সিন্ডিকেট করে দাম কমিয়ে দেয়। ফলে আমরা লোকসানের মুখে পড়ি। তাই আমরা বেশি দামে চামড়া কিনতে পারি না।’
সান্তাহার ঢাকা রোড মাদরাসার থেকে চামড়া সংগ্রহ করতে এসেছে হযরত ফাতেমা (রা:) মহিলা হাফেজিয়া ও নূরানী মাসরাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘চামড়া কোরবানিদাতারা দান করলেও দাম পাওয়া যাচ্ছে না। গরু ৩/৪ শত টাকা, খাসির চামড়া ১০ টাকা থেকে ১৫ টাকা দিচ্ছে।’
এ প্রসঙ্গে নওগাঁ জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো: মোমতাজ হোসেন বলেন, ‘প্রতিটি খাসির চামড়া কিনছি ১৫/২০ টাকা দরে। প্রতিটি চামড়া প্রস্তুত করতে লবণ প্রয়োজন ২ কেজি যার বর্তমান মূল্য ৪০ টাকা, লেবার ২০ টাকা, পরিবহন খরচ ৫ টাকা, আড়ত খরচ ৫ টাকা সর্বমোট ৯০ টাকা খরচ পড়ে প্রতিটি চামড়ায়। ট্যানারিতে বিক্রির সময় ১০০ চামড়ার মধ্যে ১০টি বাতিল হয়ে যায়। প্রসেস করার পর ২০ টাকা ফুট চামড়া ৪/৫ ফিট চামড়ার বিক্রি দাঁড়ায় ৯০ থেকে ১০০ টাকায়। তাহলে আপনারাই বলুন চামড়া ব্যবসা করব কিভাবে? চামড়ায় লবণ দেয়ার আগে আন্তর্জাতিক বাজারেও চামড়ার চাহিদা কম। তাই সবমিলিয়ে ব্যবসাটা কোনোভাবেই ভালো হচ্ছে না।’
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আবু তালেব বলেন, ‘জেলায় কোরবানি পশু জবাইয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৩ লাখ ৭৮ হাজার। যা গত বছরের তুলনায় ৩৪ হাজার বেশি। এসব কোরবানি পশুর চামড়া সুন্দরভাবে সংরক্ষণের পাশাপাশি সাধারণ মানুষ যাতে ন্যায্য দাম পান সে বিষয়ে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করেছেন। দাম নিশ্চিত করতে আমরাও নজরদারি করছি।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা