১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার আদমদীঘিতে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের মা আদরী বেগমের (৩৫) গলায় ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জুন) উপজেলার মাতাপুর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

মৃত আদরী বেগম উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মাতাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ওবায়দুলের স্ত্রী।

জানা যায়, গত বৃহস্পতিবার আদরী বেগম তার সন্তানদের নিয়ে রাতের খাবার শেষে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে দুপুরে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি।


আরো সংবাদ



premium cement