১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - ছবি : নয়া দিগন্ত

পাবনার চাটমোহর উপজেলার চাটমোহর-পাবনা সড়কের রতনপুর এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় আমজাদ হোসেন (৭০) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

তিনি মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মরহুম জয়তন মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আমজাদ হোসেন চাটমোহর পাবনা সড়কের রতনপুর এলাকায় রাস্তা দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পাবনাগামী একটি সিএনজি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে চাটমোহর হাসপাতালে পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপালে নেয়ার পথে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা জানান, সিএনজি আটক করা আছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement