১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাগাতিপাড়ায় বৈদ্যুতিক শর্টে রাজমিস্ত্রির মৃত্যু

- ছবি : প্রতীকী

নাটোরের বাগাতিপাড়ায় বৈদ্যুতিক শর্টে ওসমান আলী (২৬) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমান নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের আলী পাটোয়ারীর ছেলে।

সূত্রে জানা যায়, ঘটনার দিন ওসমান কাঁকফো গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে রান্না ঘরের মেঝের ঢালাই কাজ করছিলেন। কাজের মাঝে অতিরিক্ত গরম লাগায় বাতাসের জন্য বাড়ির মানুষদের কাছ থেকে টেবিল ফ্যান চেয়ে নেন। ফ্যানের আকার ছোট হওয়ায় তিনি হাতে ধরে শরীরের কাছে নিয়ে বাতাস নিচ্ছিলেন। এমন অবস্থায় বৈদ্যুতিক শর্ট লাগে তাকে। সহযোগীরা বিষয়টি বুঝতে পেরে তার ছুটিয়ে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement