১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় যুবক হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার

বগুড়ায় যুবক হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার - ছবি : নয়া দিগন্ত

বগুড়া সদরে আলী হাসান (৩২) হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১২ জুন) তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে গাজিপুরের কোনাবাড়ি ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন বগুড়া শহরদিঘী এলাকার মরহুম সিরাজ সওদাগরের ছেলে সম্রাট সওদাগর (২৩) ও তার স্ত্রী লিপি বেগম (১৯)।

জানা যায়, গত ১৪ মে বগুড়া শহরের মালগ্রাম শান্তিনগর এলাকার মো: আলী জিন্না’র ছেলে আলী হাসানকে তারই বন্ধু সবুজ সওদাগর কৌশলে বাড়িতে ডেকে ধারালো চাকু দিয়ে হত্যা করে। পরের দিন নিহতের বাবা সদর থানায় মামলা করেন। এ ঘটনার পর পরেই আসামি সবুজ সওদাগরকে গ্রেফতার করে পুলিশ।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, আসামি সবুজ সওদাগরের বন্ধু ছিল নিহত আলী হাসান। কিছুদিন পূর্বে আলী হাসান জেলে থাকায় সবুজ সওদাগর তার স্ত্রীর সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়। পরবর্তীতে তারা আপস মীমাংসা করে পুনরায় একত্রে চলাফেরা করতে শুরু করে। এরই সূত্র ধরে গত ১৪ মে আলী হাসানকে কৌশলে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ধারালো চাকু দিয়ে হত্যা করা হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-১২ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে গাজিপুরের কোনাবাড়ি ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সম্রাট সওদাগর ও তার স্ত্রী লিপি বেগম মামলার ৩ ও ৪ নম্বর আসামি।


আরো সংবাদ



premium cement