চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জুন ২০২৪, ১৩:৫৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শিবগঞ্জ উপজেলায় দু’জন ও ভোলাহাটে একজন মারা যান।
শুক্রবার বিকেলে ঝড়বৃষ্টির সময় শিবগঞ্জ উপজেলার আলিডাঙ্গা ও দক্ষিণ পাঁকা নিশিপাড়া এবং ভোলাহাট উপজেলার বড়গাছি এলাকায় এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ পৌর এলাকার আলীডাঙ্গা এলাকার সুভাস ভকতের স্ত্রী ববি ভকত, উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা নিশিপাড়ার এরশাদ আলী রাকিবুলের মেয়ে কবিতা খাতুন ও ভোলাহাট উপজেলার হঠাৎপাড়া বড়গাছী গ্রামের ইসলামের মেয়ে আমেনা খাতুন।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, দুপুরে ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের আমবাগানে দাঁড়িয়ে ছিলেন ববি ভকত। এ সময় তিনি বজ্রপাতের শিকার হন। এছাড়া কবিতা খাতুন ঝড়বৃষ্টির সময় বাড়ির পেছনের টিউবওয়েল থেকে পানি আনতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, আমেনা খাতুন বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা