নওগাঁয় নদী থেকে ভাসমান শিশুর লাশ উদ্ধার
- নওগাঁ প্রতিনিধি
- ০৭ জুন ২০২৪, ১৮:১৩
নওগাঁয় ছোট যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় স্বাধীন (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুন) দুপুর আড়াইটার সময় জেলার বদলগাছী উপজেলা সদরের কালিবাড়ী নামক স্থানে বালু চরের নিচের পানিতে এ ঘটনা ঘটে।
স্বাধীন জেলার ধামুইরহাট উপজেলার চৈতনান গ্রামের জুয়েল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের নদীতে একটি লাশ ভাসমান দেখতে পেয়ে পুলিশে খবর দেয় জনতা। পুলিশ লাশ উদ্ধার করে। মুহুর্তে ফেসবুকে লাশটির ছবি পোস্ট করলে তা দেখে তার বাবা-মা চিনতে পেরে বদলগাছী থানায় এসে লাশ শনাক্ত করেন।
স্বাধীনের বাবা জুয়েল বলেন, আমার বাড়ি ছোট যমুনা নদীর ধারে। গত বুধবার সকালে খেলার সাথীদের সাথে খেলতে যায় ছেলে। সাথীরা বাড়ি ফেরলেও আমার ছেলে বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। ফেসবুকে দেখে আমার ছেলের লাশ চিনতে পারি।
বদলগাছী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।