বগুড়ায় ভোটার শূন্য ভোট কেন্দ্র : আটক ২১
- বগুড়া অফিস
- ০৫ জুন ২০২৪, ১৭:৪৮
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে বুধবার বগুড়ার তিন উপজেলায় কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম ছিল। গড়ে ২৫-৩০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল বলে ধারনা করছেন নির্বাচন কর্মকর্তারা।
নির্বাচন চলাকালে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে আটক করা হয়।
এদের মধ্যে ধুনট উপজেলায় ছয়জন, শেরপুরে ছয়জন এবং বাকি নয়জন নন্দীগ্রাম উপজেলায়। তবে তাদেরকে ভোট গ্রহণ শেষে মুক্তি দেয়া হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদান ও এজেন্টের কাছে মোবাইল ফোন থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ছয়জন এবং নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন জানান, তিন কেন্দ্র থেকে নয়জনকে আটক করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস বলেন, তিন উপজেলায় নয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী এবং প্রতি উপজেলায় একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
তিন উপজেলার নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান ১২, ভাইস চেয়ারম্যান ১৩ ও নারী ভাইস চেয়ারম্যান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা