১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তাড়াশে ট্রাক্টর-নছিমনের সংঘর্ষে ট্রাক্টরের চালক নিহত

- ছবি : প্রতীকী

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নছিমন ভোটভোটির মুখোমুখি সংঘর্ষে মো: তোজাম উদ্দিন (৩৮) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো: তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মরহুম মো: সিরাজ আলীর ছেলে।

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

সূত্রে জানা গেছে, সকালে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে ওঠার সময় তাড়াশ থেকে আসা খড়বোঝাই নছিমন ভোটভোটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান এবং খড়বোঝাই নছিমন ভোটভোটিতে ও সেখানে থাকা তিনজনকে আটকে রাখে উচ্ছুক জনতা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement