১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত - প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিনা বেগম ওরফে ঝর্না (২৯) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইপিজেড গেটের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম ওরফে ঝর্না রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাইনবাবগঞ্জের মিলনের স্ত্রী। তিনি ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁসা বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘রোববার সকালে আমরা জানতে পারি যে ঈশ্বরদী ইপিজেড গেটের সামনে এক নারী খুন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলন নামে এক ব্যক্তিকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

তিনি আরো জানান, তারা স্বামী-স্ত্রী, দুজনেই আলাদা থাকতেন। নিহতের স্বামী মিলন মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ



premium cement