রায়গঞ্জে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
- রায়গঞ্জে (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০১ জুন ২০২৪, ২২:৪৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় রেজাউল করিম (৪৫) নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে ব্যাটারিচালিত অটোভ্যান গাড়ি ছিনতাই হয়েছে।
শনিবার (১ জুন) সকালে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন বাপমারা-বিলের বাসুদেবকোল এলাকা কলার বাগান থেকে নিহতের হাত-পা বাধাঁ লাশটি উদ্ধার করে সলঙ্গা থানা পুলিশ।
নিহত রেজাউল করিম রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের দত্তকুশা কামার পাড়া গ্রামের রমজান আলীর ছেলে। ঘটনাস্থলে র্যাব-পুলিশ কাজ করছেন।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন আহম্মেদ জানান, রেজাউল করিম শুক্রবার রাতে ব্যাটারিচালিত অটোভ্যানগাড়ি নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাপমারা বিলের বাসুদেবকোল এলাকায় কলার বাগান থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে অটোভ্যানগাড়িটি ছিনতাই করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা