১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়া সদরে লিটন পোদ্দার, শাজাহানপুরে ছান্নু ও শিবগঞ্জে মোস্তা চেয়ারম্যান

বগুড়া সদরে লিটন পোদ্দার, শাজাহানপুরে ছান্নু ও শিবগঞ্জে মোস্তা চেয়ারম্যান - ছবি : সংগৃহীত

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বুধবার অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া সদরে জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বগুড়া সদর উপজেলার মোট ১৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে সবক’টির ফলাফলে শুভাশীষ পোদ্দার লিটন পেয়েছেন ৩৫ হাজার ৭৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক পেয়েছেন ২৪ হাজার ১৮৫ ভোট। অপর প্রার্থী সুলতান মাহমুদ খান রনি পেয়েছেন ২১ হাজার ৫৩৬ ভোট। প্রদত্ত ভোটের হার ১৯ দশমিক ৭৪ ভাগ।

শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৭২টি কেন্দ্রের মধ্যে ৪২টির ফলাফলে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু পেয়েছেন ২৪ হাজার ৫৮৭ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম ভিপি সাজেদুর রহমান শাহীন পেয়েছেন ১৯ হাজার ৬৩২ ভোট।

শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে ১১০টির ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ৭৭ হাজার ১২১ ভোট পেয়ে বিজয়ের পথে। তার নিকটতম বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু পেয়েছেন ৫৫ হাজার ৪২৮ ভোট। তবে সরকারিভাবে পূর্ণাঙ্গ ফলাফল রাত সাড়ে ৮টা পর্যন্ত ঘোষণা করা হয়নি


আরো সংবাদ



premium cement