‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’
- রাজশাহী ব্যুরো
- ২৬ মে ২০২৪, ১৫:২৭, আপডেট: ২৬ মে ২০২৪, ১৫:৩২
রাজশাহী মহানগর প্রেস ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজশাহীসহ সারাদেশে সাংবাদিকেরা অব্যাহতভাবে নিগৃহীত, হয়রানি ও জূলুম-নিপীড়নের শিকার হচ্ছেন। সাংবাদিকদের মধ্যে অনৈক্যের কারণে জুলুম-নিপীড়নকারীরা অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে স্বাধীন গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতায় চরম বিপর্যয় সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে।
শনিবার রাতে রাজশাহী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স মিলনায়তনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সব বিভেদ ভুলে সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায়সহ পেশাগত স্বার্থে দলমত নির্বিশেষে সব পক্ষের সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে।
রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান।
অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম জিয়াউল কবির, প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা