১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীতে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

- ছবি : প্রতীকী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

শনিবার দুপুরে গোদাগাড়ী পৌরসভার সরমংলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ওই এলাকার ইসরাফিল হোসেন বিপ্লবের ছেলে আসলাম হোসেন (৮) এবং আবু বক্কর সিদ্দিকের মেয়ে মিম খাতুন (১০)।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ওই দুই শিশু সরমংলা খালে গোসল করতে গিয়েছিল। তারপর তারা খালে মাছ ধরতে শুরু করে। দীর্ঘ সময় পরও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খালে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা শিশু দু’টির লাশ পানিতে ভাসতে দেখে। তাদের উদ্ধার করে বাড়িতে নেয়া হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement