বগুড়ার শেরপুরে ট্রাক ও ট্রলি মুখোমুখি সংঘর্ষ নিহত ১
- শেরপুর (বগুড়া) সংবাদদাতা
- ২৫ মে ২০২৪, ১৬:২৯
বগুড়ার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়কে ধান বোঝাই ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত ও ১ জন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের হামছায়াপুর ঢাকা বয়লার গেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফজলু (৫৫)। তিনি উপজেলার কুসুম্বি ইউনিয়নের উদয়কুড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজলু ধান বোঝাই ট্রলি নিয়ে ঢাকা বগুড়া মহাসড়ক ধরে রাস্তার উল্টো দিক দিয়ে ঢাকা বয়লার এলাকায় পৌঁছলে বগুড়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন এবং ফজলু গুরুতর আহত হলে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাসুদ রানা জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা