আত্রাই নদীতে বাঁধ দেয়ার অপরাধে ইউপি সদস্য গ্রেফতার
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ২৪ মে ২০২৪, ১৬:৪৫
সিংড়ার আত্রাই নদীর পানি প্রবাহ বাধাগ্রস্থ করার অপরাধে আব্দুল মালেক নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ মে) সকাল ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সিংড়া থানায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন মৎস্য সংরক্ষণ আইনে গ্রেফতার ইউপি সদস্যসহ চারজনের নামে একটি মামলা করেন।
গ্রেফতার ব্যক্তি উপজেলার ৫ নম্বর চামারি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য এবং কৃষ্ণনগর গ্রামের মরহুম হামেদ মোল্লার ছেলে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন জানান, সিংড়ার চলনবিলের নদ-নদী ও খাল-বিলে উজানের ঢলের পানি প্রবেশ করতে শুরু করেছে। বৃহস্পতিবার আত্রাই নদীর বিলদহর এলাকায় বাঁশ ও বাঁনার বাঁধ দিয়ে পানি প্রবাহ বাঁধাগ্রস্থ ও মাছ শিকারের খবর পেয়ে সেখান থেকে ইউপি সদস্য আব্দুল মালেককে গ্রেফতার করে পুলিশ। পরে বাঁশ ও বাঁনার বাঁধ অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক করা হয়।
মৎস্য কর্মকর্তা আরো জানান, গ্রেফতার ইউপি সদস্য আব্দুল মালেক পূর্ব থেকেই মৎস্য ভাণ্ডার খ্যাত আনন্দ খাল অবৈধভাবে বিক্রি ও শুকিয়ে মাছ ধরার সাথে জড়িত।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঁকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা