১৭ জুন ২০২৪
`

রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ দোকানিকে জামায়াতের সহায়তা প্রদান

- ছবি : নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ দোকানিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার আবাদপুকুর বাজারের কাচুঁর মোড়ে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগুনে ক্ষতিগ্রস্ত চারজনকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এ সময় রাণীনগর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা জামায়াতের শূরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামিনুর ইসলাম, কর্ম পরিষদের সদস্য হাফেজ মো: আব্দুল কাহার ও কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির রুকুনুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগুনের ঘটনা ঘটে। এতে সোনা করাত কল, মুদি দোকান, হোমিও ওষুধের চেম্বার, সেলুনসহ পাঁচ থেকে ছয়টি দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে উপজেলা জামায়াতের নেতত্বে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে দোকানদার নজরুল ইসলাম, আব্দুর রশিদ, আক্তার হোসেন ও শ্রী দয়াল চন্দ্রকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।


আরো সংবাদ



premium cement