১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তাড়াশে আবারো মনিরুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত

তাড়াশে আবারো মনিরুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত - নয়া দিগন্ত

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মনিরুজ্জামান মনি।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে রাত ১১টায় বেসরকারিভাবে তাড়াশ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি দোয়াত কলম প্রতিকে ৪০ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার আনারস প্রতীকে ৩৫ হাজার ৬৫৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ম.ম. জর্জিয়াস হোসেন মিলন রুবেল চশমা প্রতিকে ৪৮ হাজার ৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আনোয়ার হোসেন খান তার বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ১৮ হাজার ৫২৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহফুজা আক্তার ফুটবল প্রতিকে ২১ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শায়লা পারভীন প্রজাতি প্রতিকে ১৮ হাজার ১২১ ভোট পেয়েছেন ।

নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুইচিং মং মারমা।

তাড়াশে মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬২৬ জন। এর মধ্যে পুরুষ ৭৯ হাজার ২৫৮ জন, নারী ৭৯ হাজার ৩৬৮ জন। এদের মধ্যে ৭৬ হাজার ২৩৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আরো সংবাদ



premium cement