ঈশ্বরদীতে দুর্ঘটনার একবছর পর যুবকের মৃত্যু
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ২১ মে ২০২৪, ১৬:৪৩
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ এক বছর চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা যায় ঈশ্বরদীর উদিয়মান যুবক সিয়াম হোসেন (১৯)
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে সিয়াম মারা যায়।
সিয়াম হোসেন ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী দক্ষিণপাড়া গ্রামের ইমারুল প্রামানিকের ছোট ছেলে। সে ওয়ার্কশপে মেকানিকের কাজ করত।
স্থানীয়রা জানান, গত বছর পাবনার আটঘরিয়া দেবোত্তরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিয়াম মারাত্মক জখম হয়। সে সময় স্থানীয় জনসাধারণ সিয়ামকে হাসপাতালে নিয়ে যায়। একইসাথে সিয়ামের অভিভাবকদের ঘটনার কথা জানায়।
এ সময় তার একটি পা সম্পূর্ণ ভেঙে গিয়ে সে গুরুতর আহত হয়। এরপর রাজধানীর পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে সে দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চিকিৎসা নিয়েছেন।
সবশেষে রোববার (১৯ মে) রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি হাসপাতালে তার পায়ের অপারেশন করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মঙ্গলবার সকালে সেখানেই সিয়াম মারা যায়।
পারিবারিক সূত্র জানায়, সিয়ামের লাশ ঢাকা থেকে ঈশ্বরদীতে নিয়ে আসার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সন্ধ্যায় মিরকামারী ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মিরকামারী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা