সোনাতলায় শ্বশুরবাড়িতে জামাই খুন : স্ত্রীসহ আটক ২
- বগুড়া অফিস ও সোনাতলা সংবাদদাতা
- ১৯ মে ২০২৪, ১৬:৪৩
বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামে শ্বশুড়বাড়িতে ফয়েজ উল্লাহ (৬০) নামের এক বৃদ্ধ জামাইকে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার (১৮ মে) দিবাগত গভীর রাতের যেকোনো সময় তিনি খুনের শিকার হন।
তিনি উপজেলার জোড়গাছা ইউনিয়নের মধ্যদিঘলকান্দি গ্রামের মরহুম শমসের আলী আকন্দের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী আমেনা বেগম বাবার বাড়িতে বেড়াতে গেলে ফয়েজ উল্লাহ গত শনিবার তাকে নিজ বাড়িতে আনতে যান। এরপর সেখানেই তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমেনা বেগম ও শ্যালক দুলু মিয়ার স্ত্রী আনুকে আটক করেছে থানা পুলিশ।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা বলেন, ফয়েজ উল্লাহ তার স্ত্রীকে আনতে শ্বশুড়বাড়িতে গেলে রাতের যেকোনো সময় তাকে গলা কেটে হত্যা করা হয়। তবে কি কারণে তাকে হত্যা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা