বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ মে ২০২৪, ২৩:৩৫, আপডেট: ১৮ মে ২০২৪, ২৩:৩৫
সদর উপজেলার একটি কোল্ড স্টোরেজ থেকে অবৈধভাবে মজুদকৃত প্রায় এক লাখ ডিম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ মে) বিকেলে নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাট এলাকার সাথী কোল্ড স্টোরেজ-২ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন- সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।
এ সময় সাথে ছিলেন বগুড়া সদর থানা পুলিশ ফোর্স ও কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তাগণ।
কৃষি বিপণন আইন-২০১৮-এর ১৯ ধারায় কোল্ডস্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং মুচলেকা সম্পাদন করা হয়।
তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে বাজারজাত করা হয় এবং অবশিষ্ট ডিম অতিদ্রুত তাদের ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা