১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৫ কোটি টাকা আত্মসাতের দায়ে টিএমএসএস-এর সাবেক পরিচালকের জেল ও জরিমানা

৫ কোটি টাকা আত্মসাতের দায়ে টিএমএসএস-এর সাবেক পরিচালকের জেল ও জরিমানা - প্রতীকী ছবি

পাঁচ কোটি টাকা আত্মসাতের অপরাধ প্রমাণিত হওয়ায় টিএমএসএস এর সাবেক পরিচালক মো: মশিউল ইসলাম টিপুর বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার মামলার রায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ জরিমানার রায় ঘোষণা করেছে আদালত।

বৃহস্পতিবার বগুড়ার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মশিউল ইসলাম টিপু বগুড়া সদর উপজেলার নামাজগড়ের মৃত মোফাখখারুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, টিএমএসএস-এর সাবেক পরিচালক মো: মশিউল ইসলাম টিপু সংস্থায় কর্মকালীন টিএমএসএস কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে নতুন ব্যবসা পাইয়ে দেয়ার নামে সংস্থা হতে নগদে পাঁচ কোটি টাকা গ্রহণ করেন। পরবর্তীতে কোনো ব্যবসা ও নগদ অর্থ ফেরৎ না দিলে কর্তৃপক্ষ বারংবার তাকে তাগাদা দেন। এরপর তিনি বিভিন্ন তারিখে ৫ কোটি টাকা দশ কিস্তিতে পরিশোধের জন্য দশটি চেক প্রদান করেন। এসব চেক উল্লিখিত তারিখে ব্যাংকে জমা প্রদান করলে সকল চেক ডিজঅনার হয় এবং প্রতিষ্ঠানের পক্ষে মো: খলিলুর রহমান মামলা করেন। আদালত বগুড়ার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (১৯৭২/১৯ -দায়রা) মামলার রায়ে বিচারক সশ্রম কারাদণ্ডসহ সমপরিমাণ অর্থ জরিমানা ধার্য্য করেছেন।

 

 

 

 


আরো সংবাদ



premium cement