জামায়াতে ইসলামী এখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল : মাওলানা রফিক
- জয়পুরহাট প্রতিনিধি
- ১৬ মে ২০২৪, ২০:০৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতে ইসলামী এখন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিকেল ৩ টায় ইউনিয়ন সভাপতি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এছাড়া ও ইসলামি দল হিসেবে বিশ্বের কাছে সব বৃহৎ ইসলামি দলের স্বীকৃতি পেয়েছে। এ ধারা অব্যাহত রাখতে ইউনিয়ন সভাপতিদেরকে জেলার প্রতিটি পাড়া ও মহল্লায় সংগঠনের দাওয়াত পৌঁছাতে হবে এবং সাংগঠনিক কাজ জোরদার করতে হবে। তাহলে জয়পুরহাট জেলা আগামী দিনে ইসলামি আন্দোলনের দুর্বার ঘাটিতে পরিণত হবে ইনশাআল্লাহ।
জয়পুরহাট জেলা জামায়াতের আমির ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় সম্মেলনে
আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশীদ, প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক এস এম রাশেদুল আলম সবুজ, জয়পুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির মো: ইমরান হোসেনসহ অন্য উপজেলা আমির ও সকল ইউনিয়ন সভাপতি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা