১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নির্বাচন পরবর্তী সহিংসতায় বেলকুচিতে নিহত ১

নির্বাচন পরবর্তী সহিংসতায় বেলকুচিতে নিহত ১ - প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের লোকজনের হামলায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের চাচা আব্দুল আলিম (৫৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল আলিম বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের মরহুম হায়দার আলী ছেলে। আটকরা হলেন বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের চান মিয়া, রাসেল ও আবুল হোসেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন আব্দুল আলিম। গত ৮ মে নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম সরকার বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর বিজয়ী চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকারের কর্মী চান মিয়ার নেতৃত্বে তার গ্রুপের রাসেল, আবুল হোসেন, বাবলু, আব্দুল মান্নান, সাদ্দাম ও খালেক মেম্বার মিলে আব্দুল আলীমের ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর-জখম করে গুরুতর আহত করে। আহত আলিমকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখান থেকে সোমবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকির বলেন, ‘আব্দুল আলীম আমার চাচা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি চাই।’

এ বিষয়ে জানতে বিজয়ী আমিনুল ইসলাম সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইলফোন রিসিভ করেননি।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, নির্বাচনের দিন রাতে দু’পক্ষের মারামারিতে আহত আব্দুল আলীম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।


আরো সংবাদ



premium cement