পোরশায় আদিবাসীর লাশ উদ্ধার
- পোরশা (নওগাঁ) প্রতিনিধি
- ১৩ মে ২০২৪, ১৪:১৪
নওগাঁর পোরশায় মনসা (৩৮) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সরাইগাছি-আড্ডা রোডের ছাওড় ইউনিয়নের খাতিরপুর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মনসা নিয়ামতপুর উপজেলার সিরাজপুর নাজিডাংগা সিনুয়া গ্রামের খোকার ছেলে।
পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা লাশটি উদ্ধার করেছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। শুধু নাক দিয়ে রক্ত বের হয়েছে দেখা যাচ্ছে।
তিনি আরো জানান, মনসার পরিবারের সদস্যরা জানিয়েছে তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন এবং নিয়মিত নেশা করতেন। ঘটনার দিনেও তিনি নেশা করেছিলেন। তাদের ধারণা, নেশারত অবস্থায় তিনি পানিতে পড়ে মারা গেছেন।
তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা