নাটোরে ট্রাক্টরের চাপায় একজন নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ মে ২০২৪, ০৯:৫৪
নাটোরের গুরুদাসপুরে মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক (৩৫) নামে অপর এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন।
এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুরুদাসপুর উপজেলার মসিন্দা চরপাড়া গ্রামের টেওশাগাড়ি বিলে আবাদী জমিতে অবৈধভাবে পুকুর খনন শুরু করেন জমির মালিক আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ।
পুকুর থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে তোলার সময় পাশে দাঁড়িয়ে দেখছিলেন চালক বাদল। এ সময় মাটি নিতে আসা অপর একটি ট্রাক্টর বাদলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বাদলের লাশ সেখানে ফেলে রেখে সবাই পালিয়ে যান। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে বাদলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং একটি ট্রাক্টর জব্দ করে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
নিহত ট্রাক্টর চালকের বাড়ি পাশের সিংড়া উপজেলার গোডাউন ঘাট এলাকার গুলবর হোসেনের ছেলে বলে জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা