রাজশাহীর পদ্মায় ডুবে তাবলীগ জামাতের সদস্যের মৃত্যু
- রাজশাহী ব্যুরো
- ২৯ এপ্রিল ২০২৪, ১৮:৩১
রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে তাবলীগ জামাতের এক সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলার পবা উপজেলার গহমাবোনা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম আবু হুরায়রা (২৮)। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।
তাবলীগ জামাতের স্থানীয় আমির আহমদ আলী তরফদার গণমাধ্যমকে জানান, ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলীগের ১৮ জনের একটি জামাত গত ১৮ এপ্রিল রাজশাহীতে আসে। আবু হুরায়রা সে দলেরই সদস্য ছিলেন। সোমবার দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নামেন তিনি। এরপর নদীর পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু হুরায়রাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, হাসপাতালে আনার আগেই আবু হুরায়রার মৃত্যু হয়। তার স্বজনেরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা