পোরশায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ
- পোরশা (নওগাঁ) সংবাদদাতা
- ২৫ এপ্রিল ২০২৪, ১১:১১, আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:২২
নওগাঁর পোরশায় বৃষ্টি কামনায় সালাতুল ইসতিসকা আদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর আহলে হাদিস ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।
এতে দুই শতাধিক মুসুল্লি পুরাতন কাপড় পরিধান করে সাথে গামছা নিয়ে অংশ নেন।
স্থানীয়রা জানায়, চলমান তীব্র তাপদাহের ফলে প্রচণ্ড গরমে মানব ও প্রাণিকুলের চলাচলে জীবন অতিষ্ট। ইসতিসকা নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন হাপানিয়া কেএম ফাজিল মাদরাসার সহকারী মৌলভী মাওলানা হযরত আলী।
নামাজে অংশগ্রহণ করতে আসা স্থানীয় মুসল্লি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম জানান, দীর্ঘদিন ধরে অনাবৃষ্টির কারণে মানুষ, পশুপাখি, গাছপালাসহ সবাই খুব কষ্টে আছে। এর জন্য স্থানীয় জনগণ মহান আল্লাহর কাছে বৃষ্টির আশায় নামাজ ও দোয়া করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা