১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ৩ শিশুর মৃত্যু -

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর অদূরে কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে তিন শিশুর লাশ উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মৃত তিন শিশু হলো কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো: রেন্টুর ছেলে মো: যুবরাজ (১২), একই এলাকার নূর ইসলামের ছেলে মো: নুরুজ্জামান (১৪) ও মো: লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, দুপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ওই তিন শিশু পানিতে তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় সূত্র জানায়, সাতজন শিশু ও কিশোর একসাথে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। একপর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। বাকি চারজন চেষ্টা চালিয়ে কাউকেই উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তিন শিশুর লাশ উদ্ধার করে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল তিন শিশুর লাশ উদ্ধার করেছে। তবে আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement