সিংড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
- সিংড়া (নাটোর) সংবাদদাতা
- ২২ এপ্রিল ২০২৪, ২০:৫০
নাটোরের সিংড়ায় এক আ’লীগ নেতার বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাৎ ও গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সারদানগর বাজারে এই কর্মসূচি পালন করেন এলাকার প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।
অভিযুক্ত ওই আ’লীগ নেতার নাম গোলাম হোসেন। তিনি চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সারদানগর পশ্চিম পাড়া জামে মসজিদের সাবেক সভাপতি।
মানববন্ধনে সারদানগর জামে মসজিদের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুর হোসেন, গ্রাম্য প্রধান ইয়াছিন আলী, মামুন হোসেন, বানেছা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘ দিন মসজিদের দায়িত্বে থাকাকালে গোলাম হোসেন নয় লাখের অধিক টাকা আত্মসাৎ করে এখন এলাকার সাধারণ লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা