১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সিংড়ায় ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

সিংড়ায় ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত -

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় উপজেলার সুকাশ ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব ও মোটরসাইকেল আরোহী ইলিয়াস আহমেদ রনি (৩২) নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতা উপজেলার কাকিয়ান গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, সোমবার বিকেলে বগুড়াগামী একটি মিনি ট্রাক সিংড়ার জোলারবাতা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তা পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইলিয়াস হোসেন ওরফে রনি নামের এক যুবক নিহত হয়। এ সময় মোটরসাইকেলে পেছনের যাত্রী নিহতের চাচাত ভাই মন্নাফ হোসেন আহত হয়। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আর নিহতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ট্রাকের ড্রাইভার পলাতক থাকলেও ঢাকা মেট্রো-ন-২০৭৯৭০ নম্বরের ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু বলেন, ছাত্রদল নেতা রনির মৃত্যুতে ছাত্রদল নেতাকর্মীদের মাঝে শোক বিরাজ করছে।


আরো সংবাদ



premium cement