০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


বাগাতিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগাতিপাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার - প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় শিউলি খাতুন (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গৃহবধূ ওই এলাকার আব্দুল আজিজ মণ্ডল ওরফে শক্তির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকলের অগোচরে ওই গৃহবধূ তাদের নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে আটকে ঘরের আড়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ ডাকাডাকির এক পর্যায়ে কোনো সাড়া না পেলে তাদের সন্দেহ হয়। স্বজনদের একজন ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে যে শিউলি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে।

আরো জানা যায়, ওই গৃহবধূর প্রথম মেয়ে সন্তানের পর প্রায় দু’বছর আগে ছেলে সন্তান জন্মলাভের পরপরই মারা যায়। তখন থেকেই তিনি মানসিক বিষন্নতায় ভুগছিলেন। পরে আবারো একটি মেয়ে সন্তান হওয়ায় বিষন্নতা আরো বেড়ে যায় তার। আবার পৈতৃক জমিজমা নিয়ে মায়ের সাথে কয়েকদিন আগে বাকবিতণ্ডাও হয় তার। তাই সকলের ধারণা, এসব বিষয়ে মানসিক বিষন্নতা থেকেই আত্মহত্যা করতে পারেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


আরো সংবাদ



premium cement