০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


রাজশাহীর পদ্মায় গোসলে নেমে স্কুলশিক্ষার্থীসহ দু'জনের মৃত্যু

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে স্কুলশিক্ষার্থীসহ দু'জনের মৃত্যু - প্রতীকী ছবি

রাজশাহী নগরীর উপকণ্ঠে পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুলশিক্ষার্থীসহ দু'জনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে পবা উপজেলার পদ্মা নদীর হাড়ুপুর নবগঙ্গা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে দু'জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মারা যাওয়া দুজন হলো নগরীর সায়েরগাছা এলাকার বাবু হোসেনের ছেলে বাপ্পি হোসেন (১৬) ও একই এলাকার শাহিন হোসেনের ছেলে মনির হোসেন (২০)।

বাপ্পি এ বছর রাজশাহী কোর্ট অ্যাকাডেমি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। অপরজন পেশায় থাই মিস্ত্রি।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা গণমাধ্যমকে জানান, দুপুরে কয়েকজন একসাথে নদীতে গোসলে নামে। এ সময় বাপ্পি ও মনির ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে দু’জনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
রাজশাহী নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement