১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত - ছবি : নয়া দিগন্ত

পাবনার চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার ধানকুনিয়া দক্ষিণপাড়া মমিন বাজারের পার্শ্ববর্তী মাঠে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ডি.এন.এফ মানবকল্যাণ ফাউন্ডেশন চাটমোহর পাবনা বৈশাখ মাস উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।

ডি.এন.এফ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ঘোড়া দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কুদ্দুস সরকার।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, নড়াইল, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০টি ঘোড়া প্রথম দিনের প্রতিযোগিতায় অংশ নেয়। বাছাইকৃত ঘোড়া শনিবার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। ঘোড়াগুলোকে ছোট, মাঝারি ও বড় এ তিন ভাগে ভাগ করে প্রতিযোগিতা হচ্ছে। শনিবার চূড়ান্ত বিজয়ীদের মাঝে ফ্রিজ, বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হবে।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসা সিংড়ার আদিমপুর গ্রামের মিলন হোসেন জানান, ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমাদের লোকজসংস্কৃতির অংশ। দিনদিন এ প্রতিযোগিতা প্রায় বিলুপ্তির পথে। এ প্রতিযোগিতা দর্শককে খুব আনন্দ দেয়।

এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, নিমাইচড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খোকন, নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি, বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন, ইউপি সদস্য যতন আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার সিতার প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা, নাটোর সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।


আরো সংবাদ



premium cement