পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
- ১৫ এপ্রিল ২০২৪, ১৭:০২
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনে ধাক্কায় মো: সেলিম (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে পাঁচবিবি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
মো: সেলিম সৈয়দপুর উপজেলার গোলাহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পাঁচবিবি থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত কুমার রায়।
পুলিশ ও যুবকের পরিবার সূত্রে জানা যায়, রাজশাহীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সেলিমসহ একদল বরযাত্রী রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর ফিরছিলেন। ট্রেনটি পাঁচবিবি স্টেশনে পৌঁছে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনকে পাসিং করার জন্য রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিল। ওই সেলিম ট্রেন থেকে নেমে পূর্ব পাশে আখের রস খাওয়ার জন্য যান। তখন কুড়িগ্রাম এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় হর্ন দেয়। তবে শব্দ শুনে তিতুমীর এক্সেপ্রেস ছেড়েছে মনে করে লাইন পার হয়ে আসার চেষ্টা করেন সেলিম। ওই সময় দ্রুতগতিতে আসা কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে লাইন থেকে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেলিমের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা