১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পুনর্মিলনী

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের পুনর্মিলনী - নয়া দিগন্ত

হাজারো পুরোনো শিক্ষার্থীদের আড্ডায় মুখরিত হয়ে উঠেছিল নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মাঠ। শনিবার অনুষ্ঠিত হয়েছে ওই স্কুলের এসএসসি ১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫৪টির মধ্যে ৪৪টি পৃথক ব্যাচের হাজারো শিক্ষার্থীর পুনর্মিলনী।

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সাবেক শিক্ষার্থীদের প্রথমবারের মতো এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অ্যালামনাই এসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে। দেশের বিভিন্ন স্থানে কর্মরত উচ্চ পদস্থ কর্মকর্তা, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সেনা কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ নানা পেশার সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত হয় বিদ্যালয় প্রাঙ্গন।

‘এসো মিলি প্রাণের স্পন্দনে’ শ্লোগানে এদিন সকালে শুরুতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল ক্যাম্পাস ও দয়ারামপুর বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাদিরাবাদ সেনানিবাসের স্টেশন কমান্ডার ও স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ এনডিসি পিএসসি প্রধান অতিথি থেকে বেলুন ও শান্তির প্রতীক শ্বেত পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজক কমিটির আহ্বায়ক কর্নেল জিএম ফারুখের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত আইজি এসএম রুহুল আমিন, সাবেক শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় প্রধান অতিথি এ ধরনের অনুষ্ঠান আয়োজন দেখে মুগ্ধ হন। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্যে বলেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে সাবেক শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষক, কাদিরাবাদ সেনানিবাসের ডেপুটি কমান্ড্যান্ট, স্টেশন স্টাফ অফিসারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ এবং শিক্ষকরা বক্তব্য প্রদান করেন।
বিকালে অ্যালামনাই সদস্যদের অংশগ্রহণে নাচ-গান, আবৃত্তি-কৌতুক ইভেন্টের আয়োজন করা হয়। এছাড়াও সন্ধ্যায় আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় ব্যান্ড সঙ্গীত পরিবেশনের কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement
ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক বেকারত্বহীন বাংলাদেশ গঠনে কাজ করছে জামায়াত : ডা: শফিক

সকল