১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনামসজিদ স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

- ইউএনবি

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই সময়ে বন্দরে আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন। ছুটি শেষে ১৫ এপ্রিল সকাল থেকে যথারীতি বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত একটানা সাত দিন সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, বিষয়টি অন্যদিকে ভারতের মহদিপুর স্থলবন্দর অ্যাক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে। ১৫ এপ্রিল সকাল থেকে আবারো বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement