উল্লাপাড়ায় মহাসড়ক থেকে লাশ উদ্ধার
- উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ০১ এপ্রিল ২০২৪, ১৫:৪৫
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা-বনপাড়া মহাসড়ক থেকে ফরিদুল সরকার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিকে মহাসড়কের হাটিকুমরুল পুরাতন মাছের আড়তের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফরিদুল সরকার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সুজাপুর গ্রামের মরহুম নুরাল সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, রাস্তা দিয়ে যেতে হাটিকুমরুল রোডের পুরাতন মাছের আড়তের সামনে রাস্তার ওপর একজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে লাশটি শনাক্ত করে।
কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা