নাটোরে ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২৪, ১১:৪৩
নাটোর শহরের একটি বেসরকারি ছাত্রীনিবাস থেকে নুসরাত মারিয়া বৈশাখী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে অন্য শিক্ষার্থীরা তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
অন্য শিক্ষাথীরা জানায়, জেলা নারী ব্যাডমিন্টন দলের সদস্য ও এনএস সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বৈশাখী জানুয়ারিতে শহরের উত্তর বড়গাছা এলাকায় অবস্থিত হাফসা ছাত্রীনিবাসের তৃতীয় তলায় ওঠেন। ডাবল বেডের ঘরটিতে তিনি একাই থাকতেন। বৈশাখী সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রকিবুল মৃধার মেয়ে।
তারা আরো জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে অন্য শিক্ষার্থীরা দীর্ঘ সময় তার দরজায় ডেকে সাড়া না পেয়ে ভবন মালিক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুকে জানান। পরে তিনি পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙ্গে সিলিং ফ্যানে ঝুলে থাকা লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।’
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা