১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বগুড়ায় ল’ইয়ার্স কাউন্সিলের নবীণ আইনজীবী সংবর্ধনা ও ইফতার মাহফিল

বগুড়ায় ল’ইয়ার্স কাউন্সিলের নবীণ আইনজীবী সংবর্ধনা ও ইফতার মাহফিল - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বগুড়া জজ কোর্টের গওহর আলী ভবনে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বগুড়া বার সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের সহ-সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও সুপ্রীমকোর্টের আইনজীবি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জাফর, সাবেক সভাপতি শফিকুল ইসলাম টুকু। বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, বগুড়া বার সমিতির কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম আকন্দ ও সাইফুল ইসলাম, ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, আব্দুস সালাম প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে নবীন আইনজীবীদেরকে গড়ে উঠতে হবে। সমাজ বিনির্মাণে আইনজীবীদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।


আরো সংবাদ



premium cement