বগুড়ায় শিক্ষার্থী শান্ত হত্যায় জড়িতদের শাস্তি দাবি
- বগুড়া অফিস
- ২৫ মার্চ ২০২৪, ১৭:২৩
বগুড়ায় কলেজছাত্র আজহারুল ইসলাম শান্ত (২৪) হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা।
সোমবার শহরের সাতমাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে, ২ মার্চ বগুড়া শহরের চকফরিদ এলাকার মোস্তাফা লজের সামনে শান্তকে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
মানববন্ধনে শান্তর মা মোছা: রাবেয়া খাতুন বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে হিরা, সুমন, রাতুল ও রাব্বি গ্রেফতার হলেও বাকি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হত্যা মামলার আসামি হলেও তারা ধরা-ছোঁয়ার বাহিরে। শান্ত সৈয়দ আহমেদ কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি ইন্টারনেটের ব্যবসা করত। এর সুবাদে সন্ত্রাসীরা বিভিন্ন সময় চাঁদা দাবি করত। কিন্তু শান্ত চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করে। তাই কৌশলে পরিচিত এক ছেলে মেহেদীর মাধ্যমে শান্তকে ২ মার্চ বিকেল অনুমান সাড়ে ৪টার দিকে ডেকে নিয়ে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেফতার আসামি ও এ পর্যন্ত যারা গ্রেফতার হয়নি তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের খালা রাশেদা বেগম, খালাত বোন রাজিয়া সুলতানা, হাসিবুল ইসলাম, আফিউল, আতিক হাসান, সোহান রহমান, শাহাদত, আবুল হোসেন, সৈকত, তাসিম, ইমরান ও সবিজ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা