পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ২৫ মার্চ ২০২৪, ১৫:৫৬
রাজশাহীর পুঠিয়ায় ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সাথে ধাক্কা লেগে দিশা খাতুন (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দিশা পুঠিয়ার গণ্ডগোহালী গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে।
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বাড়ির সামনে একটি ভ্যানগাড়ির সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পায় দিশা। পরে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী আয়নাল হোসেন জানান, ‘মেয়েটি তার বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এমন সময় ধোপাপাড়ার দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ভ্যান তাকে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হয়।’
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। নিহতের লাশ ময়নাতদন্তের পর দাফন করতে বলা হয়েছে। মামলা হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা