০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় ৮ জনের মৃত্যু -

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। একই সাথে আক্রান্ত হয়েছেন ৯৮ জন। এ নিয়ে জেলায় ৯ দিনে ৩৬ জনের মৃত্যু হয়েছে। ৩৬ জনের মধ্যে বগুড়া জেলার ১৪ জন, নওগাঁর সাতজন, জয়পুরহাটের ১৩ জন এবং গাইবান্ধা ও নাটোর জেলায় একজন করে।

বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৪ নমুনার ফলাফলে নতুন করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ দশমিক ৬৮ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫ জন। নতুন আক্রান্ত ৯৮ জনের মধ্যে সদরে ৬০ জন, আদমদীঘি সাতজন, গাবতলী আটজন, সারিয়াকান্দি দুজন, দুপচাঁচিয়ায় তিনজন, কাহালু দুজন, নন্দীগ্রামে পাঁচজন, শেরপুর দুজন এবং ধুনটের একজন। এর আগের দিন জেলায় ৩৮২ নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

তিনি আরো জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ১৫২ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আটজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৬৫ জন এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৪৯১ জন।


আরো সংবাদ



premium cement